হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jaay Jara Lyrics (যায় যারা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jaay Jara Lyrics In Bengali
যায় যারা
জানে না যায় কেন তারা,
যায় যারা
জানে না কার যে ইশারা।
নেই যার ভেজার তার কিসের তাড়া
এ আঁধার ডাকছে এবার দিচ্ছে কে সাড়া।
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো।
যায় ভেসে যায় অবেলায় জীর্ণতায়
পড়ে থাকি অবিচল কোনো গ্রাম,
মিউজিয়াম স্বখাত সলিলে হায়
সব জল হয়ে যায়।
চাইছি যা জানা
চির ঘুমের বিছানা,
ভেসে যাবে সকালের আনমনে।
যায় যারা
জানে না যায় কেন তারা,
যায় যারা
জানে না কার যে ইশারা।
যায় যে জানে না সে
সঙ্গে যায় কারা,
ফাঁকা ঘর খুঁড়ছে কবর
আলোর ফোয়ারা।
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো।
Jaay Jara In English
Jaay jara Janena jaay keno tara
Jaay jara Jane na kar je ishara
Nei jar vejar tar kisher tara
E andhar dakche ebar dichhe ke sara
Aguner poroshmoni chowao praane
E jibon punyo koro,
e jibon punno koro
Jaay Jara Song Details
- Song : Jaay jara
- Web Series : Pabitra Puppies
- Singer : Ishan Mitra & Ikkshita Mukherjee
- Composition and Designed by : Amit-Ishan
- Lyrics : Rabindranath Tagore ,Debaloy Bhattacharya
- Programming : Shamik Chakravarty
- Guitar Design : Someswar Bhattacharya
- Director : Debaloy Bhattacharya
- Production : Maansi Entertainment Studio Pvt. Ltd.
Tags:
Lyrics