হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Bhalobasa Hok Sobar Lyrics (ভালোবাসা হোক সবার) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Bhalobasa Hok Sobar Lyrics In Bengali
শুধু এইটুকু আমার চাওয়া
শুনে যেও তুমি একবার,
অজুহাত খুঁজে যত ভুল আছে
ক্ষমা করো প্রতি শেষবার।
ব্যাথারো সময় কোন মায়ায়
এ বুক খোঁজে যে গান,
আমারো সুরের আজান বলে
ঘরে এসো হে রাম।
বলো কি দিতে পারি
তোমায় আমার সে গান?
যত দ্বন্দরা মরে যাক
ভালোবাসা হোক সবার।
চোখ, ওই চোখ
না বলা কথাদের,
বুঝেছে মন বুঝেছে
আদর আকাশ আমাদের।
হাজার বছর সায়ান শুনি
রেখে হাতে হাত তোমার,
আলতো ঘুম ওই ভাঙে যেন
আমার আঙুল ছোঁয়ায়।
তুমি বললে চাইতে পারি
একান্ত সেই সকাল,
যত দ্বন্দরা মরে যাক
ভালোবাসা হোক সবার ..
বলো কি দিতে পারি
তোমায় আমার সে গান?
যত দ্বন্দরা মরে যাক
ভালোবাসা হোক সবার।
Bhalobasa Hok Sobar In English
Shudhu eituku amar chaowa
Shune jeyo tumi ekbar
Ajuhaat khuje joto bhul ache
Khoma koro proti sheshbar
Betharo somoy kon mayay
E buk khoje je gaan
Amaro surer ajan bole
Ghore esho he ram
Bolo ki dite pari
Tomay amar se gaan?
Joto dondora more jaak
Bhalobasha hok sobar
Bhalobasa Hok Sobar Song Details
- Song : Bhalobasa Hok Sobar
- Vocal, Music & Lyrics : Hafiza Sultana
- Director : Krish Bose
- Edit & Color : Sanjoy Dasgupta
- D.O.P : Subhajit Sil
- Production : The Bong Media
- Label : The Bong Studio
Tags:
Lyrics