Shanti Chukti Lyrics | শান্তি চুক্তি লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Shanti Chukti Lyrics (শান্তি চুক্তি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Shanti Chukti Lyrics | শান্তি চুক্তি লিরিক্স

Shanti Chukti Lyrics In Bengali

তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি
তোর সাথেই হবে শান্তি চুক্তি,
কারণে অকারণে রেষারেষি
আর জিলাপির প্যাঁচ পাবে মুক্তি। 

আমার কথা-কবিতায় নাক গলাতে
থাক সহ্য ক্ষমতার য-ফলাতে,
বোঝা যায় না তোর স্বভাব 
কী যে করি আমি,
শুধুই পারিস তুই গাল ফোলাতে। 

আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে,
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে।

দুনিয়ার সবকিছু লাগে যদি ম্লান
তোর জন্য বানাতে পারি একটা গান,
যে সুরে ভেসে যাবে তোর সবই ভুল
মনে হবে শুধু লাইফ ইজ বিউটিফুল। 

এই আমি আসবো ফিরে শতবার
ডাকিস যদি একবার ডাকনাম ধরে।

আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে,
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে।

তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি
তোর সাথেই হবে শান্তি চুক্তি,
কারণে অকারণে রেষারেষি
আর জিলাপির প্যাঁচ পাবে মুক্তি। 

আমার কথা-কবিতায় নাক গলাতে
থাক সহ্য ক্ষমতার য-ফলাতে,
বোঝা যায় না তোর স্বভাব 
কোনো ভাবে তবু,
শুধুই পারিস তুই গাল ফোলাতে। 

আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে,
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে।

Shanti Chukti In English

Tui hese uriye de amar jukti
Tor sathei hobe shanti chukti
Karone okarone reshareshi
Aar jilapir pyach pabe mukti

Amar kotha kobitay naak golate
Thak shojjho khomotar jopholate
Bojha jaay na tor sovab
Ki je kori ami
Shudhui paris tui gaal folate

Amar naowa khaowa ghum haram kore
Tui amar jibone thaak arama kore

Duniyar sobkichu laage jodi mlan
Tor jonno banate pari ekta gaan
Je sure vese jaabe tor sobi bhul
Mone hobe shudhu life is beautiful

Ei ami ashbo phire shotobar
Dakis jodi ekbar daaknaam dhore

Shanti Chukti Song Details

  • Song : Shanti Chukti
  • Film Name : Unish 20
  • Singer: Abanti Sithi And Rehaan Rasul
  • Lyrics : Shomeshwar Oli
  • Music Composer : Sajid Sarkar
  • Tune : Pijush Das
  • Director : Mizanur Rahman Aryan
  • Label : Chorki

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন