Megher Nouka Lyrics | মেঘের নৌকা লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Megher Nouka Lyrics (মেঘের নৌকা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Megher Nouka Lyrics | মেঘের নৌকা লিরিক্স

Megher Nouka Lyrics In Bengali

মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে,
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।

অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াবো ছায়াতে,
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে।

মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে,
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।

যতক্ষণ তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি,
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া ডানা মেলা পাখি।

মনে হয় তোমায় নিয়ে
জলে ধনুভবে রংধনু আঁকি ..

মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে,
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাবো বাতাসে।

দূর পথে তুমি আমি
পায়ে পায়ে হাত ধরে চলে,
ভালো লাগা অনুভবে
না বলা কথাগুলো বলে।

মন চায় আকাশ হতে,
কিছু নিল নিয়ে এসে সাজাই আঁচলে।

মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে,
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাবো বাতাসে।

অরণ্যের পাখি তুমি,
তোমায় জুড়াবো ছায়াতে,
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে।

মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে,
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাবো বাতাসে।
ওও..
তোমায় বাজাব বাতাসে। 

Megher Nouka In English

Megher nouka tumi
Tomay bhasabo akashe
Sagorer shonkho tumi
Tomay bajabo batase
Aronnyer pakhi tumi
TOmay jurabo chayate
Himaloy shikhor tumi amar
Anondo tomay chowate
Jotokkhon tumi ami
Chuye chuye pashapashi thaki
AMi hoi rode meghe
Bhese jaowa dana mela pakhi
Mone hoy tomay niye
Jole dhonubhobe rongdhonu anki
Dur pothe tumi ami
Paaye paaye haat dhore chole
Valo laga anubhobe
Na bola kotha gulo bole
Mon chay akash hote
Kichu neel niye eshe sajai anchole

Megher Nouka Song Details

  • Song : Megher Nouka
  • Film : Prohelika
  • Singer : Imran Mahmudul And Konal
  • Lyrics : Asif Iqbal
  • Music Director : Imran Mahmudul
  • Director : Chayanika Chowdhury
  • DOP : Sumon Hossain
  • Story, Screenplay & Dialogues : Pantha Shahriar
  • Producer : Jamal Hossain
  • Production House : Rangon Music
  • Label : Bongo BD

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন