Baba Song Lyrics | বাবা লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Baba Song Lyrics (বাবা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Baba Song Lyrics | বাবা লিরিক্স

Baba Song Lyrics In Bengali

না বুঝে দিয়েছি তোমায় কত যে ব্যেথা
বলো তুমি ছাড়া আর কি কেউ সইবে তা।
তোমায় কিছুই পারিনি দিতে
শিখেছি শুধুই নিতে,
চাওয়া পাওয়ার পৃথিবীতে
তুমি তো স্বার্থের বিপরীতে।

আমি বুঝিনি, আমি খুঁজিনি
তোমার সাদা মন, ও বাবা ..
সধারণ হয়েও তুমি অসাধারণ,
বাবা, সধারণ হয়েও তুমি অসাধারণ।

তুমি আমায় হাতে কলমে
কত কি শেখালে,
চেনা জগতের বাইরে
কত কি দেখালে,
আজ সবকিছু জানি
তোমার চোখে পানি,
ভাবনি তোমার বুকের ধন
হবে তোমার দুঃখের কারণ।
সধারণ হয়েও তুমি অসাধারণ,
বাবা, সধারণ হয়েও তুমি অসাধারণ।

Baba Song In English

Na bujhe diyechi tomay koto je betha
Bolo tumi chara aar ki keu soibe taa
Tomay kichui parini dite
Shikhechi shudhui nite
Chaowa poawar prithibi te
Tumi toh swarther biporite
Ami bujhini ami khunjini
Tomar sada mon o baba
Sadharon hoyeo tumi asadharon

Baba Song Song Details

  • Song : Baba
  • Drama : Upohar
  • Singer : Imran Mahmudul
  • Tune & Music : Marcell
  • Lyrics : Shomeshwar Oli
  • Story, Script & Direction : Mizanur Rahman Aryan
  • DOP : Kamrul Islam Shubho
  • Label : Central Music and Video [CMV]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন