পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কেন?- রসায়ন [Update]

পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কেন?

পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কেন?

পিঁপড়া বা মৌমাছি কামড়ের স্থানে চুন বা মধু ব্যবহার করা হয়। 

কারণ পিঁপড়া বা মৌমাছি কামড়ে ক্ষতস্থানে পিঁপড়া বা মৌমাছির শরীর থেকে যে বিষ প্রবেশ করে তাতে অম্লীয় উপাদান থাকে। অম্লীয় উপাদানটি ফরমিক অ্যাসিড বা মিথানয়িক এসিড ( H-COOH) নামে পরিচিত। 

তাই এই এসিডকে প্রশমনের জন্য ক্ষারীয় উপাদান চুন বা মধু প্রয়োগ করা হয়। চুন বা মধুর সাথে ফরমিক অ্যাসিড প্রশমন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট 

Ca(H-COO)₂ লবণ ও পানি উৎপন্ন করে। যার ফলে ক্ষতস্থানে ব্যথা প্রশমিত হয়। ফলে ক্ষতস্থানে আরাম বোধ হয়। 

এজন্য পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু প্রয়োগ করা হয়।

2H-COOH + CaO ------> 

Ca(H-COO)₂ + H₂O


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন