প্রতিস্থাপন বিক্রিয়া কি?- রসায়ন [Update]

প্রতিস্থাপন বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

প্রতিস্থাপন বিক্রিয়া কি?

প্রতিস্থাপন বিক্রিয়া কি?

প্রতিস্থাপন বিক্রিয়াঃ  কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।

যেমনঃ সালফিউরিক এসিডের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে সোডিয়াম সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 

এখানে হাইড্রোজেনের সক্রিয়তা সোডিয়ামের থেকে কম হওয়ায় সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সোডিয়াম সালফেট গঠন করে।

2Na + H₂SO₄ ------>Na₂SO₄ +H₂ 

অপরদিকে, যেসব ধাতুর সক্রিয়তা হাইড্রোজেন থেকে কম {যেমনঃ কপার(Cu), সিলভার(Ag), মার্কারি(Hg), প্লাটিনাম(Pt), গোল্ড(Au)} তারা এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না।

যেমনঃ কপার, নাইট্রিক এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না।

Cu + HNO₃ -----> কোন বিক্রিয়া হয় না।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে প্রতিস্থাপন বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন