নিষ্ক্রিয় গ্যাসকে অভিজাত গ্যাস বলা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “নিষ্ক্রিয় গ্যাসকে অভিজাত গ্যাস বলা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
নিষ্ক্রিয় গ্যাসকে অভিজাত গ্যাস বলা হয় কেন?
পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন এই 6টি গ্যাসকে একত্রে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
হিলিয়াম ব্যতীত অন্য নিষ্ক্রিয় গ্যাস গুলির বহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ থাকে। এজন্যে নিষ্ক্রিয় গ্যাস গুলি অন্য কোন মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ এরা স্বাধীনভাবে অবস্থান করে। নিষ্ক্রয় গ্যাস গুলির ধর্ম অন্য মৌল থেকে পৃথক হওয়ায় এদের অভিজাত গ্যাস বলা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নিষ্ক্রিয় গ্যাসকে অভিজাত গ্যাস বলা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”