উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায়- রসায়ন [Update]

উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায় বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায়

উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায়

কোন বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ নিচের সমীকরণের সাহায্যে হিসাব করা যায়।


 উৎপাদের শতকরা পরিমাণ = 

( বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ x 100) ÷ ( বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ)


কোন নির্দিষ্ট বিক্রিয়ক বিক্রিয়া করার পরে যতোটুকু উৎপাদ পাওয়া যায় সেটি হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ। কিন্তু ঐ নির্দিষ্ট বিক্রিয়ক থেকে যে পরিমাণ উৎপাদ পাওয়া যেত তা ঐ বিক্রিয়ার হিসাবকৃত উৎপাদ।  প্রাপ্ত উৎপাদ থেকে হিসাবকৃত  উৎপাদ বেশি হয়।

উদাহরন: ১

80g CaCO₃ কে তাপ দিলে 41.32g অবশেষ পাওয়া যায়। তবে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব কর।


বিক্রিয়াটি নিম্নরূপঃ

CaCO₃  ------>     CaO   +   CO₂  =100g                 =56g       =44g


100g CaCO₃থেকে অবশেষCaOপাওয়া যায় 56g

80g     "           "= (80x56) ÷ 100

                                  = 44.80g

উৎপাদের শতকরা পরিমাণ = 

( বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ x 100) ÷ ( বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ)।


উৎপাদের শতকরা পরিমাণ

        = (41.32 x 100) ÷ 44.80

         = 92.23%


উদাহরন: ২

60g MgCO₃ কে তাপ দিলে 26.57g অবশেষ পাওয়া যায়। তবে বিক্রিয়কের বিশুদ্ধতা নির্ণয় কর।


বিক্রিয়াটি নিম্নরূপঃ

 MgCO₃  ------>     MgO   +   CO₂

   =84g                 =40g       =44g


84g MgCO₃থেকে অবশেষMgOপাওয়া যায় 40g

60g     "           " = (60x40) ÷ 100

                                  = 28.57g

উৎপাদের শতকরা পরিমাণ = 

( বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ x 100) ÷ ( বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ)।

উৎপাদের শতকরা পরিমাণ

         = (26.57 x 100) ÷ 28.57

         = 92.99% ≅ 93%

এখানে বিক্রিয়কটি 100% বিশুদ্ধ নয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন