জারণ বিজারণ বিক্রিয়া সহজে চেনার উপায়?- রসায়ন [Update]

জারণ বিজারণ বিক্রিয়া সহজে চেনার উপায়?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা জারণ বিজারণ বিক্রিয়া সহজে চেনার উপায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

জারণ বিজারণ বিক্রিয়া সহজে চেনার উপায়?

জারণ বিজারণ বিক্রিয়া সহজে চেনার উপায়?

বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া নিম্নরূপঃ

কোন বিক্রিয়ায় যদি ইলেকট্রনের আদান-প্রদান ঘটে এবং বিক্রিয়ক ও উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে তবে বিক্রিয়াটিতে জারণ বিজারণ  ঘটবে। অন্যথায় বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়।

১. বিক্রিয়াটি জারণ বিজারণ কি না ব্যাখ্যা করোঃ

         ₀      ₀              +1x2-2

    2H₂ + O₂ --------> 2H₂O

H₂ ------> 2H+  (জারণ বিক্রিয়া)

O + 2e-  -------> O²-  (বিজারণ বিক্রিয়া)

এখানে, বিক্রিয়ক হাইড্রোজেনের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে হাইড্রোজেনের (H+) জারণ সংখ্যা +1. অর্থাৎ হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। 

আবার বিক্রিয়ক অক্সিজেনের জারণ সংখ্যা শূন্য এবং উৎপাদে  অক্সিজেনের জারণ সংখ্যা -2. অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে এবং বিক্রিয়ক ও উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে। সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

২. 2FeCl₃+SnCl₂ ---->2FeCl₂+SnCl₄

এখানে, বিক্রিয়ক SnCl₂ এ টিনের জারণ সংখ্যা +2 এবং উৎপাদে টিনের জারণ সংখ্যা +4.  Sn²+ দুটি ইলেকট্রন ত্যাগ করে Sn⁴+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়ক FeCl₃ এ আয়রনের জারণ সংখ্যা +3 এবং উৎপাদে আয়রনের জারণ সংখ্যা +2. Fe³+ একটি ইলেকট্রন গ্রহণ করে Fe²+ অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

Sn²+  ---------> Sn⁴+  + 2e- (জারণ বিক্রিয়া)

2Fe³+  +2e -------> 2Fe²+ (বিজারণ বিক্রিয়া)


৩. PCl₅ ---------> PCl₃ + Cl₂

এখানে, বিক্রিয়ক PCl₅ এ ক্লোরিনের জারণ সংখ্যা -1 এবং উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা 0 .  

Cl- একটি ইলেকট্রন ত্যাগ করে Clº অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়ক PCl₅ এ ফসফরাসের জারণ সংখ্যা +5 এবং উৎপাদে  ফসফরাসের  জারণ সংখ্যা +3. P⁵+ দুটি ইলেকট্রন গ্রহণ করে P³+ অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

2Cl-  -------> Cl₂ + 2e (জারণ বিক্রিয়া)

P⁵+   + 2e -------> P³+ (বিজারণ বিক্রিয়া)

৪.    H₂ + I₂ --------> 2HI

এখানে, বিক্রিয়ক H₂ এ হাইড্রোজেনের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 . H₂ দুটি ইলেকট্রন ত্যাগ করে 2H+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে I₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে আয়োডিনের জারণ সংখ্যা -1. I₂ দুটি ইলেকট্রন গ্রহণ করে 2I- অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

H₂ -------> 2H+  + 2e (জারণ বিক্রিয়া)

I₂  + 2e -------> 2I- (বিজারণ বিক্রিয়া)

৫.   N₂ + O₂ --------> 2NO


এখানে, বিক্রিয়ক N₂ এ নাইট্রোজেনের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে নাইট্রোজেনের জারণ সংখ্যা +2 . N দুটি ইলেকট্রন ত্যাগ করে N²+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে O₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে অক্সিজেনের জারণ সংখ্যা -2.অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে O²- অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

N -------> N²+  +2e (জারণ বিক্রিয়া)

O + 2e --------> O² - (বিজারণ বিক্রিয়া)

৬. N₂ + 3H₂ --------> 2NH₃

এখানে, বিক্রিয়ক N₂ এ নাইট্রোজেনের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3 . N তিনটি ইলেকট্রন গ্রহণ করে N³- অর্থাৎ বিজারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে H₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে হাইড্রোজেনের  জারণ সংখ্যা +1.হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে H+অর্থাৎ জারিত হয়েছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

3H₂ ---------> 6H+  +6e (জারণ বিক্রিয়া)

N₂ + 6e ------> 2N³- (বিজারণ বিক্রিয়া)


৭.  2FeCl₂ + Cl₂ --------> 2FeCl₃

এখানে, বিক্রিয়ক FeCl₂ এ আয়রনের জারণ সংখ্যা +2 এবং উৎপাদে আয়রনের জারণ সংখ্যা +3 Fe²+ একটি ইলেকট্রন ত্যাগ করে Fe³+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে Cl₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে ক্লোরিনের  জারণ সংখ্যা -1. ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

2Fe²+ ------> 2Fe³+  +2e (জারণ বিক্রিয়া)

Cl₂ + 2e -------> 2Cl- (বিজারণ বিক্রিয়া)


৮.  2SO₂ + O₂ ------> 2SO₃

এখানে, বিক্রিয়ক SO₂ এ সালফারের জারণ সংখ্যা +4 এবং উৎপাদে সালফারের জারণ সংখ্যা +6 . S⁴+ দুটি ইলেকট্রন ত্যাগ করে S⁶+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে O₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে অক্সিজেনের  জারণ সংখ্যা -2. অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে

 O² -  অর্থাৎ বিজারিত হয়েছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

S⁴+ ------> S⁶+  +2e (জারণ বিক্রিয়া)

O + 2e -------> O² - (বিজারণ বিক্রিয়া)


৯.  H₂S + Cl₂ -------> 2HCl + S

এখানে, বিক্রিয়ক H₂S এ সালফারের জারণ সংখ্যা -2 এবং উৎপাদে সালফারের জারণ সংখ্যা 0 . S² - দুটি ইলেকট্রন ত্যাগ করে Sº অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে Cl₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1. ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে

 Cl-  অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

S² - ------> Sº  +2e (জারণ বিক্রিয়া)

Cl + e -------> Cl - (বিজারণ বিক্রিয়া)

১০. 2Al +3/2 O₂ -------> Al₂O₃

এখানে, বিক্রিয়কে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3. Alº তিনটি ইলেকট্রন ত্যাগ করে Al³+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে O₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে অক্সিজেনের  জারণ সংখ্যা -2. অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে

O² -  অর্থাৎ বিজারিত হয়েছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

Alº ------> Al³+  +3 e (জারণ বিক্রিয়া)

O + 2e -------> O² - (বিজারণ বিক্রিয়া)

১১. 2Ca + O₂ -------> 2CaO

এখানে, বিক্রিয়কে ক্যালসিয়ামের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2. 

Caº দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca²+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে O₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে অক্সিজেনের  জারণ সংখ্যা -2. অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে

 O² -  অর্থাৎ বিজারিত হয়েছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

Caº ------> Ca²+  +2e (জারণ বিক্রিয়া)

O + 2e -------> O² - (বিজারণ বিক্রিয়া)

১২.   2Na + 1/2 O₂ ------> Na₂O

এখানে, বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1. 

Naº একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে O₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে অক্সিজেনের  জারণ সংখ্যা -2. অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে

O² -  অর্থাৎ বিজারিত হয়েছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

Naº ------> Na+  + e (জারণ বিক্রিয়া)

O + 2e -------> O² - (বিজারণ বিক্রিয়া)

১৩.     2Na +Cl₂ -------> 2NaCl

এখানে, বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1. 

Naº একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে Cl₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1. ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে

Cl-  অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

Naº ------> Na+  + e (জারণ বিক্রিয়া)

Cl + e -------> Cl - (বিজারণ বিক্রিয়া)

১৪.    Ca + F₂ -------> CaF₂

এখানে, বিক্রিয়কে ক্যালসিয়ামের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2. 

Caº দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca²+ অর্থাৎ জারিত হয়েছে। 

আবার বিক্রিয়কে F₂ এর জারণ সংখ্যা 0 এবং উৎপাদে ফ্লোরিনের জারণ সংখ্যা -1. ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে

 F -  অর্থাৎ বিজারিত হয়েছে। 

যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।

Caº ------> Ca²+  +2e (জারণ বিক্রিয়া)

2F + 2e -------> 2F - (বিজারণ বিক্রিয়া)


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে জারণ বিজারণ বিক্রিয়া সহজে চেনার উপায়? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন