খনিজ লবণ আমাদের প্রয়োজন কেন?- রসায়ন [Update]

খনিজ লবণ আমাদের প্রয়োজন কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা খনিজ লবণ আমাদের প্রয়োজন কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

খনিজ লবণ আমাদের প্রয়োজন কেন?- রসায়ন [Update]

খনিজ লবণ আমাদের প্রয়োজন কেন?

 বিভিন্ন ধাতুর খনিজ লবণ আমাদের শরীরে প্রয়োজন হয়। খনিজ লবণ গুলো আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন আয়রন রক্তের হিমোগ্লোবিন গঠন করে, এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হাড় ও দাঁত গঠনে সহায়তা করে। আমরা বিভিন্ন শাকসবজি ও পানি থেকে খনিজ লবণ গুলো পেয়ে থাকি। খনিজ লবণ আমাদের দেহ তাপীয় ভারসাম্য রক্ষা করে এবং দেহকে সতেজ রাখে। 

এজন্য খনিজ লবণ আমাদের  শরীরে প্রয়োজন।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে খনিজ লবণ আমাদের প্রয়োজন কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন