স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন?- রসায়ন [Update]

স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন?

স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন?

কাঠ হলো বিটা-D গ্লুকোজের পলিমার, যা সেলুলোজ নামে পরিচিত। স্বল্প বাতাসে কাঠ পোড়ালে কাঠের অপূর্ণ দহন ঘটে। কাঠের দহনে কার্বন-মনোক্সাইড, জলীয়বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন কার্বন মনোক্সাইড নিঃশ্বাসে গৃহীত হলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। 

আবার কার্বন-মনোক্সাইড গ্রীন হাউজ গ্যাস হওয়ায় এটি পরিবেশের ব্যাপক ক্ষতি করে থাকে। তাই স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন