তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া কাকে বলে?
তাপোৎপাদী বিক্রিয়া : কোন বিক্রিয়ার সংঘঠনের ফলে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় বা বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে।
যেমন :
N₂+3H₂ ----->2NH₃ ; ΔH= -92 Kj
বিক্রিয়াটিতে ΔH এর মান ঋণাত্মক। অর্থাৎ তাপ উৎপন্ন হয়েছে। অতএব বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া।
তাপহারী বিক্রিয়া : কোন বিক্রিয়া সংঘঠনের ফলে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায় বা বিক্রিয়ায় তাপের শোষন ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলে।
যেমন :
N₂+O₂ ------>2NO ; ΔH= +180kj
বিক্রিয়াটিতে ΔH এর মান ধনাত্মক। অর্থাৎ বিক্রিয়াটি তাপ শোষণ করেছে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”