নিউল্যান্ডের অষ্টক সূত্র কি?- রসায়ন [Update]

নিউল্যান্ডের অষ্টক সূত্র কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

নিউল্যান্ডের অষ্টক সূত্র কি?

নিউল্যান্ডের অষ্টক সূত্র কি?

মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়।

যেমনঃ
 Li       Be       B         C       N       
O         F
Na      Mg      Al        Si       P       
 S      Cl

এখানে, লিথিয়াম কে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হবে সোডিয়াম। আবার Be কে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হবে Mg.

B কে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হবে Al.

প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের সাদৃশ্য বিদ্যামান। যেমনঃ লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের সম্পর্ক বিদ্যমান। 

আবার B এর সঙ্গে অ্যালুমিনিয়াম (Al), কার্বনের (C) সঙ্গে সিলিকন (Si),  অক্সিজেনের(O) সঙ্গে সালফার(S) এদের ধর্মের মিল বিদ্যামান। 

এটিকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়। ঐ সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল না বলে তা এখানে অন্তর্ভুক্ত হয়নি।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নিউল্যান্ডের অষ্টক সূত্র কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন