সকল রাসায়নিক পদার্থ ক্ষতিকর নয় কেন?- রসায়ন [Update]

সকল রাসায়নিক পদার্থ ক্ষতিকর নয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা সকল রাসায়নিক পদার্থ ক্ষতিকর নয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

সকল রাসায়নিক পদার্থ ক্ষতিকর নয় কেন?

সকল রাসায়নিক পদার্থ ক্ষতিকর নয় কেন?

আমাদের জীবন ধারণের জন্য খাদ্য হিসেবে ভাত, রুটি, ডাল, তেল, চিনি ইত্যাদি গ্রহণ করে থাকি। যা রাসায়নিক পদার্থ। কৃষি কাজে ব্যবহৃত সার কীটনাশক এগুলোও রাসায়নিক পদার্থ। এছাড়া আমরা প্রসাধনী সামগ্রী হিসাবে সাবান-শ্যাম্পু, বডি -স্প্রে, ট্যালকম পাউডার, বিভিন্ন ধরনের ক্রিম ইত্যাদি ব্যবহার করে থাকি। স্বাস্থ্য রক্ষায় ঔষধ, এন্টিবায়োটিক, বিভিন্ন ভিটামিন গ্রহণ করে থাকি। সৌন্দর্যবর্ধনের জন্য কাঁচা হলুদ, মেহেদী এবং রং ব্যবহার করে থাকি। এগুলো সব রাসায়নিক পদার্থ। এগুলো আমাদের উপকারে আসে। যার সবগুলি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। 

কাজেই বলা যায় রাসায়নিক পদার্থ মানে ক্ষতিকর নয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সকল রাসায়নিক পদার্থ ক্ষতিকর নয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন