মৌলের অনু, যৌগের অনু, কৃত্রিম মৌল, প্রাকৃতিক মৌল কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “মৌলের অনু, যৌগের অনু, কৃত্রিম মৌল, প্রাকৃতিক মৌল কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মৌলের অনু, যৌগের অনু, কৃত্রিম মৌল, প্রাকৃতিক মৌল কাকে বলে?
মৌলের অনুঃ একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হলে তাকে মৌলের অনু বলে। আবার এদেরকে দ্বি-মৌলিক গ্যাস বলা হয়। যেমনঃ H₂ ; N₂ .
যৌগের অনুঃ ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হলে তাকে যৌগের অনু বলে। যেমনঃCO₂ ; H₂O .
কৃত্রিম মৌলঃ যে মৌলিক পদার্থ গুলো গবেষণাগারে প্রস্তুত করা হয় তাকে কৃত্রিম মৌল বলে।
প্রাকৃতিক মৌলঃ যে মৌলিক পদার্থ গুলো প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক মৌল বলে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মৌলের অনু, যৌগের অনু, কৃত্রিম মৌল, প্রাকৃতিক মৌল কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”