রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?- রসায়ন [Update]

রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?

রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?

রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ


১. কোন পদার্থ তার নিজস্ব ধর্ম সম্পূর্ণ হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট কোন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। 

অন্যদিকে, কোন পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে অন্য পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হওয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।

২. রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সমূহের পরিবর্তন ঘটে। 

কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে।

৩. রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন তুলনামূলক অনেক কম। 

কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় শক্তির পরিবর্তন অনেক গুণ বেশি।

৪. রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন ভাঙ্গন ও গঠন উভয় ঘটে। 

কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় বন্ধন ভাঙ্গন বা গঠন হয় না।

৫. রাসায়নিক বিক্রিয়ায় নতুন মৌল সৃষ্টি হয় না শুধু পরমাণুর স্থানান্তর ঘটে।


2Na+H₂SO₄ ------->Na₂SO₄ + H₂

 নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন মৌল সৃষ্টি হয়।


₁¹H + ₁²H -------> ₂³He +  শক্তি


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন