যোজনি কাকে বলে- রসায়ন [Update]

যোজনি কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা যোজনি কাকে বলে বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

যোজনি কাকে বলে

যোজনি কাকে বলে

কোন মৌল যতটি হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ মৌলের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যা কে ঐ মৌলের যোজনি বলে। যেমন-HCl  এ ক্লোরিনের সাথে একটি হাইড্রোজেন যুক্ত আছে। কাজেই ক্লোরিনের যোজনি এক।

আমরা এভাবেও বলতে পারি, কোন মৌলের সর্ববহিস্থঃ শক্তিস্তরে এর নিকটতম নিস্কিয় গ্যাস অপেক্ষা যতটি ইলেক্ট্রন কম বা বেশি থাকে তাকে ঐ মৌলের যোজনি বলে।


যেমন- Na এর সর্ববহিস্থঃ শক্তিস্তরে নিকটতম নিস্কিয় গ্যাস Ne এর থেকে একটি ইলেক্ট্রন বেশি আছে। সুতারাং Na এর যোজনি এক।

আবার, কোন মৌলের ইলেক্ট্রন বিন্যাসে এর সর্ববহিস্থঃ শক্তিস্তরে যতটি বিজোড় ইলেক্ট্রন থাকে সেই বিজোড় ইলেক্ট্রনের সংখ্যাকেই ঐ মৌলের যোজনি বলে।

যেমন- Li এর সর্ববহিস্থঃ শক্তিস্তরে একটি বিজোড়  ইলেক্ট্রন থাকার কারনে এর যোজনি এক। 

তবে গ্রুপ-২

মৌলের ইলেক্ট্রন বিন্যাস উত্তেজিত অবস্হায় করতে হবে।

তবে নিস্কিয় গ্যাসের যোজনি শূণ্য।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে যোজনি কাকে বলে বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন