কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়- রসায়ন [Update]

কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়

কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়

আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয়ের মাধ্যমে পর্যায় সারণিতে তার অবস্হান নির্ণয় করা যায়।

পর্যায় বের করার নিয়ম ঃ 

কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই ঐ মৌলের পর্যায় নম্বর হবে।

যেমন - Li এর ইলেকট্রন বিন্যাস  

Li (3) --> 1s² 2s¹

Li এর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর 2,  তাই লিথিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল।

Mg এর ইলেকট্রন বিন্যাস                 Mg (12) ---> 1s² 2s² 2p⁶ 3s².

Mg এর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর 3,  তাই Mg  3 নম্বর পর্যায়ের মৌল।

গ্রুপ বের করার নিয়ম ঃ 

কোন মৌলের গ্রুপ বের করার কয়েকটি নিয়ম আছে।

নিয়ম -১ ঃ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে শুধু S - অরবিটাল থাকে তবে ঐ 

S - অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের গ্রুপ হবে।  

যেমন -  Be এর ইলেকট্রন বিন্যাস  Be (4) ---> 1s²  2s².  

Be এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন S - অরবিটালে প্রবেশ করেছে, এবং S - অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা আছে দুটি। তাই Be এর গ্রুপ সংখ্যা 2.



নিয়ম - ২ ঃ  কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে শুধু S  ও  P -  অরবিটাল  থাকে  তবে ঐ 

S ও P - অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা ঐ মৌলের গ্রুপ হবে। 

যেমন - N এর ইলেকট্রন বিন্যাস

N (7) ---- > 1s² 2s² 2p³


N এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন S ও P অরবিটালে প্রবেশ করেছে, এবং S ও P অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 5.  

এখন 5 এর সাথে 10  যোগ করলে যোগফল 15 হয়। 

তাই N এর গ্রুপ হবে 15.



নিয়ম - ৩ ঃ 

কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি S অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি d - অরবিটাল থাকে তকে তবে S ও d -অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ঐ মৌলের গ্রুপ পাওয়া যাবে। 

যেমন -  Fe এর ইলেকট্রন বিন্যাস

Fe (26)---> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s² 3d⁶


Fe এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে S - অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে d - অরবিটাল আছে। 

এখানে S -অরবিটাল এবং 

d-অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা 8. 

তাই Fe এর গ্রুপ হবে 8.



বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন