রসায়ন বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক কি?- রসায়ন [Update]

 রসায়ন বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা রসায়ন বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রসায়ন বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক কি?

রসায়ন বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক কি?

বিভিন্ন হিসাব-নিকাশ সূত্র প্রদান আমরা গণিতের মাধ্যমে করে থাকি। গণিতের উপর রসায়নের নির্ভরশীলতা অনেক। রসায়ন বিজ্ঞানের সূত্র প্রদান, অণু -পরমাণুর সংখ্যা হিসাব নিকাশ, বিভিন্ন বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণের হিসাব এসব কিছুই গণিতের মাধ্যমে করা হয়। 

রসায়নের বিভিন্ন লেখচিত্র, জ্যামিতিক হিসাব নিকাশ এগুলো গণিতের অংশ। তাছাড়া কোয়ান্টাম মেকানিক্স যা মূলত গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা হয়। 

এজন্য বলা যায় রসায়নবিজ্ঞানের সঙ্গে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রসায়ন বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন