সমানুতা কি?- রসায়ন [Update]

সমানুতা কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা সমানুতা কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

সমানুতা কি?

সমানুতা কি?

সমানুতাঃ  যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে কিছু পার্থক্য পরিলক্ষিত হলে তাদেরকে পরস্পরের সমানু এবং এই ধর্মকে সমানুতা বলে।


C₂H₆O এর সমানুগুলি


CH₃CH₂OH  এবং CH₃-O-CH₃

   ইথানল।                ডাইমিথাইল                                          ইথার


C₄H₈ এর সমানুগুলি

 CH₂=CH-CH₂-CH₃  এবং  

                  CH₃-CH=CH-CH₃

  বিউট- 1-ইন            বিউট - 2 - ইন


C₃H₆O এর সমানুগুলি

CH₃CH₂CHO  এবং  CH₃-CO-CH₃

 প্রোপান্যাল                 প্রোপানোন

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সমানুতা কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন