কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের তাপমাত্রা একই কেন?- রসায়ন [Update]

কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের তাপমাত্রা একই কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের তাপমাত্রা একই কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের তাপমাত্রা একই কেন?

কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের তাপমাত্রা একই কেন?

স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঐ কঠিন পদার্থের গলনাঙ্ক বলে।

কঠিন অবস্থায় পদার্থের কণাগুলি একে অপরের খুব নিকটে থাকার কারনে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে। কঠিন পদার্থকে তাপ দিলে আন্তঃআণবিক আকর্ষণ বল ভেঙ্গে গিয়ে তরলে পরিণত হয়। কঠিন পদার্থটি সম্পূর্ণ তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে। কারণ এই অবস্থায় যে তাপ দেওয়া হয় পদার্থটি এই তাপ শোষণ করে তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ভাঙতে ব্যবহার করে। এজন্যে এ তাপকে সুপ্ততাপ বলে।


 আবার, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে।

 এক্ষেত্রেও তরল পদার্থটি সম্পূর্ণ কঠিন পদার্থে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে।


 কোন কঠিন পদার্থকে তাপ দিতে থাকলে যে তাপমাত্রায় গলতে শুরু করে অপরদিকে তাপ অপসারণ করতে থাকে ওই একই তাপমাত্রায় পদার্থটি জমতে শুরু করে। তথা কঠিনে পরিণত হয়। 

সুতরাং বলা যায় কোন পদার্থের গলনাঙ্কের তাপমাত্রা ও হিমাঙ্কের তাপমাত্রা একই।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের তাপমাত্রা একই কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন