স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি- রসায়ন [Update]

স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি।: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি। বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি- রসায়ন [Update]

স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি

কোন যৌগের স্থূল সংকেত নির্ণয় করার জন্য তার উপাদান মৌল গুলির শতকরা সংযুতি জানা প্রয়োজন।

প্রথমে কোন যৌগে বিদ্যামান উপাদান মৌলগুলির শতকরা সংযুতির সমষ্টি 100 কিনা তা দেখতে হবে। যদি 100 না হয় তবে অবশিষ্ট অংশ ওই যৌগে বিদ্যামান অক্সিজেন পরমাণু হবে। এরপর উপাদান মৌলগুলির শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। 

এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে পুনরায় ভাগ করতে হবে। এবার যে ভাগফল গুলি পাওয়া যাবে তা ওই যৌগে বিদ্যামান মৌল গুলি অনুপাত সংখ্যা নির্দেশ করে। এই অনুপাত সংখ্যা এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে মৌলগুলিকে সাজালে স্থূল সংকেত পাওয়া যাবে।

উদাহরণঃ১

একটি যৌগে Na = 43.39% ; 

C = 11.32% ; এবং O = 45.28% হলে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় কর।

প্রথমে যৌগটির উপাদান মৌল গুলির শতকরা সংযুতি সমষ্টি 

= 43.39 + 11.32 + 45.28

= 99.99 কাজেই যৌগটিতে আর অন্য কোন মৌল নেই।

প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।

  • Na = 43.39 / 23 = 1.89
  • C = 11.32 / 12 = 0.943
  • O = 45.28 / 16 = 2.83

এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 0.943 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।

  • Na = 1.89 / 0.943 = 2
  • C = 0.943 / 0.943 = 1
  • O = 2.83 / 0.943 = 3

(মনে রাখতে হবে এখানে, ভাগফল গুলি যদি ভগ্নাংশ হয় তবে ঐ ভগ্নাংশের সঙ্গে এমন একটি সংখ্যা গুন করে ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর  করে নিতে হবে।)

যৌগটির উপাদান মৌল Na, C, O এদের অনুপাত যথাক্রমে 2:1:3

অতএব, যৌগটি স্থূল সংকেত Na₂CO₃.

উদাহরণঃ২

একটি যৌগে H = 2.24% ; 

C = 26.7%  হলে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় কর।

প্রথমে যৌগটির উপাদান মৌলের গুলির শতকরা সংযুতি সমষ্টি 

= 2.24 + 26.7 = 28.94

যা 100 হয়নি। কাজেই যৌগটিতে অন্য আরেকটি মৌল অক্সিজেনের পরিমান = 100 - 28.94

= 71.06 %

প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।

  • H = 2.24 / 1 = 2.24
  • C = 26.7 / 12 = 2.23
  • O = 71.06 / 16 = 4.44

এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 2.23 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।

  • H = 2.24 / 2.23 = 1
  • C = 2.23 / 2.23 = 1
  • O = 4.44 / 2.23 = 2

যৌগটির উপাদান মৌল H, C, O এদের অনুপাত যথাক্রমে 1:1:2

অতএব, যৌগটি স্থূল সংকেত HCO₂.

উদাহরণঃ ৩

একটি যৌগে H = 25% ; C = 75% হলে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় কর।

প্রথমে যৌগটির উপাদান মৌলের গুলির শতকরা সংযুতি সমষ্টি 

= 25 +75 = 100. কাজেই যৌগটিতে আর অন্য কোন মৌল নেই।

প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।

  • H = 25 / 1 = 25
  • C = 75 / 12 = 6.25

এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 6.25 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।

  • H = 25 / 6.25 = 4
  • C = 6.25 / 6.25 = 1

যৌগটির উপাদান মৌল H, C এদের অনুপাত যথাক্রমে 4:1

অতএব, যৌগটি স্থূল সংকেত CH₄.


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন