ইউনিভার্সাল ইন্ডিকেটর, pH, অ্যাসিড বৃষ্টি, খরপানি কাকে বলে?- রসায়ন [Update]

ইউনিভার্সাল ইন্ডিকেটর, pH, অ্যাসিড বৃষ্টি, খরপানি কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ইউনিভার্সাল ইন্ডিকেটর, pH, অ্যাসিড বৃষ্টি, খরপানি কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ইউনিভার্সাল ইন্ডিকেটর, pH, অ্যাসিড বৃষ্টি, খরপানি কাকে বলে?

ইউনিভার্সাল ইন্ডিকেটর, pH, অ্যাসিড বৃষ্টি, খরপানি কাকে বলে?

ইউনিভার্সাল ইন্ডিকেটর :  বিভিন্ন এসিড- ক্ষার ইন্ডিকেটর বা নির্দেশকের মিশ্রণকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে।

pH :  কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের (H+) মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।


এসিড বৃষ্টিঃ বৃষ্টির পানিতে SO₂ ; SO₃ ; NO₂; NO₃;CO₂ ইত্যাদি অক্সাইড দ্রবীভূত হয়ে এসিড উৎপন্ন করে। এই অ্যাসিডযুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে।


খর পানিঃ  যে পানিতে Ca, Mg, Fe এর ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাই কার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকে এবং সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। সে পানিকে খর পানি বলে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ইউনিভার্সাল ইন্ডিকেটর, pH, অ্যাসিড বৃষ্টি, খরপানি কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন