NaCl এর মোলার আয়তন ব্যাখ্যা কর?- রসায়ন [Update]

NaCl এর মোলার আয়তন ব্যাখ্যা কর?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা NaCl এর মোলার আয়তন ব্যাখ্যা কর? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

NaCl এর মোলার আয়তন ব্যাখ্যা কর?

NaCl এর মোলার আয়তন ব্যাখ্যা কর?

এক মোল কোন পদার্থের আয়তনকে ঐ পদার্থের মোলার আয়তন বলে।

STP তে 1 মোল কোন পদার্থের আয়তন 22.4 লিটার।

 NaCl এর আণবিক ভর = 58.5

   58.5 g O₂ = 1 মোল NaCl

সুতরাং NaCl এর মোলার আয়তন বলতে, 58.5 গ্রাম NaCl এর আয়তনকে বোঝায়। প্রমাণ অবস্থা বা STP তে NaCl এর মোলার আয়তন 22.4L .


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে NaCl এর মোলার আয়তন ব্যাখ্যা কর? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন