HF একটি পোলার যৌগ কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “HF একটি পোলার যৌগ কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
HF একটি পোলার যৌগ কেন?
যেসব সমযোজী যৌগে পোলারিটির সৃষ্টি হয় তাদেরকে পোলার যৌগ বলে।
হাইড্রোজেন ফ্লোরাইডে(HF), F এর তড়িৎ ঋণাত্মকতা 4.0 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1
HF অণুতে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় শেয়ারকৃত ইলেকট্রন যুগল ফ্লোরিন পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয়। ফলে F পরমাণু আংশিক ঋণাত্মক আধান এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক আধান সৃষ্টি হয়।
একে পোলারিটি বলে। HF অণুতে দুটি বিপরীত আধানের সৃষ্টি হাওয়াই জন্যই অণুটি পোলার।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে HF একটি পোলার যৌগ কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”