CNG, LPG, GHS এর পূর্ণরূপ কী?- রসায়ন [Update]

CNG, LPG, GHS এর পূর্ণরূপ কী?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা CNG, LPG, GHS এর পূর্ণরূপ কী? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

CNG, LPG, GHS এর পূর্ণরূপ কী?

CNG : Compressed Natural Gas. প্রাকৃতিক গ্যাস মিথেনকে অধিক চাপে তরলীকৃত করে সিলিন্ডার জাতকরন করা হয়।


LPG :  Liquefied Petroleum Gas. LPG হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। রান্নার কাজে ও মোটরযানের জ্বালানিরূপে রিফাইনারি গ্যাস ব্যবহৃত হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে CNG, LPG, GHS এর পূর্ণরূপ কী? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন