এখানে আপনাদের জন্য “অনন্ত দিগন্ত ছাড়িয়ে এসেছি মাঠ ঘাট কত প্রান্তর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
অনন্ত দিগন্ত ছাড়িয়ে এসেছি মাঠ ঘাট কত প্রান্তর - ইসলামী সঙ্গীত লিরিক্স
অনন্ত দিগন্ত ছাড়িয়ে এসেছি
মাঠ ঘাট কত প্রান্তর পেরিয়ে এসেছি,
তোমার প্রেমে স্নেহ মায়া
ছেড়েছি সুখের নীড়,
এসেছি বীর মুজাহিদ বীর
আমরা বীর মুজাহিদ বীর।
দেবো না ডুবাতে শিরক বিদয়াতে সোনার ইসলাম,
থাকবো অটুক উর্দ্ধে রেখে খোদারি কালাম।
খোদার মতে খোদার পথে
রুখে দিতে রাজি শির।
দেবো না ছড়াতে খোদার ধরাতে খোদার অসম্মান,
মুজাহিদ মোরা মুজাহিদ মোরা সাবধান বেঈমান।
খোদার মতে খোদার পথে
রুখে দিতে রাজি শির।
কথা ও সুরঃ লিটন হাফিজ
মাঠ ঘাট কত প্রান্তর পেরিয়ে এসেছি,
তোমার প্রেমে স্নেহ মায়া
ছেড়েছি সুখের নীড়,
এসেছি বীর মুজাহিদ বীর
আমরা বীর মুজাহিদ বীর।
দেবো না ডুবাতে শিরক বিদয়াতে সোনার ইসলাম,
থাকবো অটুক উর্দ্ধে রেখে খোদারি কালাম।
খোদার মতে খোদার পথে
রুখে দিতে রাজি শির।
দেবো না ছড়াতে খোদার ধরাতে খোদার অসম্মান,
মুজাহিদ মোরা মুজাহিদ মোরা সাবধান বেঈমান।
খোদার মতে খোদার পথে
রুখে দিতে রাজি শির।
কথা ও সুরঃ লিটন হাফিজ
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স