এখানে আপনাদের জন্য “আজ নিখিলে শুনছি খোদা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আজ নিখিলে শুনছি খোদা - ইসলামী সঙ্গীত লিরিক্স
আজ নিখিলে শুনছি খোদা, তোমার নামের জয়;
মিথ্যা পলিদ অকল্যানের আজকে পরাজয়।।
পাক আয়াতের হলফ- মুখে
ঐ দেখ কে দাঁড়ায় রুখে,
করবে সে দূর আজ না- পাকির চিহ্ন সমুদয়।।
কন্ঠে তাহার রুদ্র ধ্বনি আল্লাহু আকবর,
তার তাড়নায় ক্ষুদ্রতা সব দূর হবে সত্ত্বর;
ক্ষুদে ক্ষুদে মাবুদ যত
ঐ দেখ শির করছে নত
আজ জাহানে 'আল মুমিনে'র আবার অভ্যুদয়।।
দিকে দিকে তোমার নামের ঐ ওঠে তকবীর
ক্ষুদ্ধ ধরায় তোমার ভাষায় ডাক আসে শান্তির
ঐ দেখ সব দুঃস্থ দিলে জেগেছে প্রত্যয়।।
উঠল আজান ঐ শোনো ফের
সাম্য- সুলেহ ভ্রাতৃবোধের
তোমার বিধান তোমার বিচার জাগছে জগৎময়।।
- মুহাম্মদ আবুবকর-
মিথ্যা পলিদ অকল্যানের আজকে পরাজয়।।
পাক আয়াতের হলফ- মুখে
ঐ দেখ কে দাঁড়ায় রুখে,
করবে সে দূর আজ না- পাকির চিহ্ন সমুদয়।।
কন্ঠে তাহার রুদ্র ধ্বনি আল্লাহু আকবর,
তার তাড়নায় ক্ষুদ্রতা সব দূর হবে সত্ত্বর;
ক্ষুদে ক্ষুদে মাবুদ যত
ঐ দেখ শির করছে নত
আজ জাহানে 'আল মুমিনে'র আবার অভ্যুদয়।।
দিকে দিকে তোমার নামের ঐ ওঠে তকবীর
ক্ষুদ্ধ ধরায় তোমার ভাষায় ডাক আসে শান্তির
ঐ দেখ সব দুঃস্থ দিলে জেগেছে প্রত্যয়।।
উঠল আজান ঐ শোনো ফের
সাম্য- সুলেহ ভ্রাতৃবোধের
তোমার বিধান তোমার বিচার জাগছে জগৎময়।।
- মুহাম্মদ আবুবকর-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স