এখানে আপনাদের জন্য “রাহমাতুল্লিল আলামীন” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
রাহমাতুল্লিল আলামীন - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাহমাতুল্লিল আলামীনের কে পেল সনদ?
সে যে নবী মোহাম্মদ,
আমার নবী মোহাম্মদ।
কে শুনাল এই দুনিয়ায় আছমানী ফরমান?
কে কহিল খোদার কাছে সবাই এক সমান?
কে শিখালে আল্লাহ নামের মন্ত্র সুমহান
কে কহিল আল্লা নামের
নাই সীমা সরহদ।।
কে কহিল মায়ের পায়ের তলায় স্বর্গ রয়
কে কহিল আশেক জনের নাইরে মরন ভয়
কে কহিল মোমেনেরা করবে সবই জয়
কে আনিল মরুভূমে
চির শান্তির স্বাদ
সে যে নবী মোহাম্মদ
আমার নবী মোহাম্মদ।।
সে যে নবী মোহাম্মদ,
আমার নবী মোহাম্মদ।
কে শুনাল এই দুনিয়ায় আছমানী ফরমান?
কে কহিল খোদার কাছে সবাই এক সমান?
কে শিখালে আল্লাহ নামের মন্ত্র সুমহান
কে কহিল আল্লা নামের
নাই সীমা সরহদ।।
কে কহিল মায়ের পায়ের তলায় স্বর্গ রয়
কে কহিল আশেক জনের নাইরে মরন ভয়
কে কহিল মোমেনেরা করবে সবই জয়
কে আনিল মরুভূমে
চির শান্তির স্বাদ
সে যে নবী মোহাম্মদ
আমার নবী মোহাম্মদ।।
-সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স