এখানে আপনাদের জন্য “পাপী তবুও কম বাসোনা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
পাপী তবুও কম বাসোনা - ইসলামী সঙ্গীত লিরিক্স
পাপী তবু কম বাসোনা
আমায় তুমি ভালো
এইতো ডেকে বলে আকাশ
শ্যামল সুনীল আলো।।
তোমার প্রেমের খবর পেয়ে
মেঘে দু’চোখ গেলো ছেয়ে
দারুন নরু দহন-জ্বালা
কখন যে জুড়ালো।
পাপী আমি যখন কাঁদি
দেখি দয়ার নদী
উথলে উঠে সোহাগ পরশ
জাগায় নিরবধি।
বাতাস ছোটে মৃদুমন্দ
আকুল করে জীবন ছন্দ
যায়, মুছে যায়, এক পলকে
সব হতাশার কালো।
-সৈয়দ শামসুল হুদা-
আমায় তুমি ভালো
এইতো ডেকে বলে আকাশ
শ্যামল সুনীল আলো।।
তোমার প্রেমের খবর পেয়ে
মেঘে দু’চোখ গেলো ছেয়ে
দারুন নরু দহন-জ্বালা
কখন যে জুড়ালো।
পাপী আমি যখন কাঁদি
দেখি দয়ার নদী
উথলে উঠে সোহাগ পরশ
জাগায় নিরবধি।
বাতাস ছোটে মৃদুমন্দ
আকুল করে জীবন ছন্দ
যায়, মুছে যায়, এক পলকে
সব হতাশার কালো।
-সৈয়দ শামসুল হুদা-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স