এখানে আপনাদের জন্য “নামাজ পড় জামাতে ভাই” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
নামাজ পড় জামাতে ভাই - ইসলামী সঙ্গীত লিরিক্স
নামাজ পড় জামাতে ভাই
কাটবে তোমার আঁধার রাত,
নতুন করে লেখা হবে
ভাগ্যলিপি এই বরাত।।
সঙ্গীবিহীন রাতের তারা
পাবে নিযুত আলোর ধারা,
পাবে খোদার রহমত আর
পাবে যে তাঁর মাগফিরাত।।
এই জামাতে কুঅতে ভাই
যাবে তোমার দুর্বলতা,
বিন্দু হবে সিন্ধু সমান
ভাসিয়ে দেবে সব জড়তা।।
ইনকিলাবী রূপ যে তোমার
ফুটবে চখে এই দুনিয়ার,
নতুন করে গড়বে ধরা
কুল মুমিনের এই জমাত।।
-ফররুখ আহমেদ-
কাটবে তোমার আঁধার রাত,
নতুন করে লেখা হবে
ভাগ্যলিপি এই বরাত।।
সঙ্গীবিহীন রাতের তারা
পাবে নিযুত আলোর ধারা,
পাবে খোদার রহমত আর
পাবে যে তাঁর মাগফিরাত।।
এই জামাতে কুঅতে ভাই
যাবে তোমার দুর্বলতা,
বিন্দু হবে সিন্ধু সমান
ভাসিয়ে দেবে সব জড়তা।।
ইনকিলাবী রূপ যে তোমার
ফুটবে চখে এই দুনিয়ার,
নতুন করে গড়বে ধরা
কুল মুমিনের এই জমাত।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স