আব্দুস শাকুর তুহিনঃ ধন্য হলো এই ধরনী - লিরিক্স

এখানে আপনাদের জন্য “আব্দুস শাকুর তুহিনঃ ধন্য হলো এই ধরনী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

আব্দুস শাকুর তুহিনঃ ধন্য হলো এই ধরনী - লিরিক্স

আব্দুস শাকুর তুহিনঃ ধন্য হলো এই ধরনী - ইসলামী সঙ্গীত লিরিক্স

ধন্য হলো এই ধরনী
তোমার অপার দানে,
আকাশ বাতাস চাঁদ সেতারা
হাঁসল খুশি মনে।
ঐ চাঁদ নিল তোমার আভা ঐ সুরুজ ও নিল,
আলোকিত বসুন্ধরা পেয়ে সেই আলো।
তিমির নিশির শেষে প্রভাত এলো ভুবনে।
গোলাপ নিল সৌরভ তোমার শেফালি বকুল,
সুবাসিত বিশ্ব ভূমি পেয়ে শত কুল।
জুটল তোমার প্রেমেরি মৌ হৃদয়ও কাননে ।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন