গলজি বডি কি? | গলজি বডির আবিষ্কার ও উৎপত্তি- বিস্তারিত

গলজি বডি কি? গলজি বডির আবিষ্কার ও উৎপত্তি:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা গলজি বডি কি? গলজি বডির আবিষ্কার ও উৎপত্তি বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গলজি বডি কি? গলজি বডির আবিষ্কার ও উৎপত্তি

গলজি বডি কি? 

গলজি বডি হলো পর্দা ঘেরা গোলাকার বা সূচাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে।


ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসের পাশে অবস্থিত নলাকার কিংবা চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র ক্ষুদ্র গহবরের ন্যায় একক পর্দা ঘেরা, ক্ষরণকার্যে নিয়োজিত যে সকল অঙ্গাণু থরে থরে সজ্জিত থাকে তাকে গলজি বডি বলে।

গলজি বডির আবিষ্কার

ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গলজি ১৮৯৮ খ্রিস্টাব্দে প্যাঁচার স্নায়ু কোষের অসমিয়াম অক্সাইড নামক রঞ্জক প্রয়োগ করে এই অঙ্গাণুর বিশেষ বর্ণনা দেন। তার নামানুসারে এই কোষ অঙ্গাণুর নাম হয়েছে গলগি বা গলজি বস্তু।


গলজি বডির উৎপত্তি

বিজ্ঞানীরা মনে করেন, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলজি বডি'র উৎপত্তি। তবে এদের উৎপত্তি নিয়ে বেশ মতেভেদ রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


আশা করি গলজি বডি কি? গলজি বডির আবিষ্কার ও উৎপত্তিএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন