সৈকতেঃ বহুদিন ধরে হয় না লেখা গান - লিরিক্স

এখানে আপনাদের জন্য “সৈকতেঃ বহুদিন ধরে হয় না লেখা গান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

সৈকতেঃ বহুদিন ধরে হয় না লেখা গান - লিরিক্স

সৈকতেঃ বহুদিন ধরে হয় না লেখা গান - ইসলামী সঙ্গীত লিরিক্স

বহুদিন ধরে হয় না লেখা গান
কণ্ঠ ছেড়ে যে হয় না সাধা সুর
কবিতার খাতা ধূসর মলিন আজ
হৃদয় তটিনী বেদনাবিধূর।
নদী আজ ছন্দহীন পাখিরাও নির্বাক
থেমে গেছে আজ জীবনের হাঁকডাক
ভোরের সূর্য ঐ আঁধারে ঢাকা
ঘুম নেই আঁখিতে গাঁয়ের বধুর।
ফুলেরাও গন্ধহীন ঝরে যায় নিশ্চুপ
ঝর্ণাকে মনে হয় মরনেরই কুপ
সবুজ শ্যামলে বর্ণহীন কষ্ট
বাঁশরীর তাল-লয় লাগে না মধুর।

কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন