অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? | অ্যানথ্রাক্স বা তড়কা রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ- বিস্তারিত

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ- বিস্তারিত

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ

অ্যানথ্রাক্স (Anthrax) একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যা মানুষ এবং অন্যান্য গবাদি পশুকে আক্রমণ করে। ব্যাসিলাস অ্যান্থ্রাসিস (Bacillus anthrasis) নামক জীবাণুর কারণে এ রোগ হয়ে থাকে।


অ্যানথ্রাক্স রোগের উৎস

বিংশ শতাব্দীর পূর্বে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়ায় প্রতিবছর হাজার হাজার প্রাণী ও মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মরে যেত। কিন্তু, বর্তমানে এর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধক টিকা আবিষ্কারের ফলে এটি মহামারী আকারে বিস্তার লাভ করে না।


অ্যানথ্রাক্স রোগের বিস্তার

Anthrax সাধারণত বন্য ও গৃহপালিত তৃণভোজী প্রাণীদের সংক্রমিক করে। পরবর্তীতে আক্রান্ত পশুর মাংস খেয়ে মাংসাশী প্রাণীরাও এ রোগে আক্রান্ত হতে পারে। মানবদেহে Anthrax-এর জীবাণু তিনভাবে প্রবেশ করতে পারে। যথা- খাদ্যের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ও চামড়ার মাধ্যমে। এ রোগে আক্রান্ত ব্যক্তির জীবাণু সংক্রমিত হতে পারে। ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তি বা মৃত পশুর মাধ্যমে এ রোগের সংক্রমণ সবচেয়ে বেশি হয়। আক্রান্ত পশুর চামড়া, মাংস ব্যবহারকারীর মাধ্যমে এ রোগ ছড়ায়।


অ্যানথ্রাক্স রোগের প্রধান লক্ষণসমূহ:

i) চামড়ায় ক্ষত (Cutaneous Anthrax)

ii) ফুসফুসে ক্ষত (Pulmonary Anthrax)

iii) ডায়রিয়া (Intestinal Anthrax)

অ্যানথ্রাক্স কিভাবে প্রতিরোধ করা যায়?

নিম্নলিখিত উপায়ে এনথ্রাক্স প্রতিরোধ করা যায়:

  • আক্রান্ত ব্যক্তি বা পশু থেকে নিরাপদ অবস্থানে থাকা।
  • আক্রান্ত ব্যক্তি বা পশুর সংস্পর্শে আসলে হাত ও শরীর ভালোভাবে জীবাণুমুক্ত করা।
  • আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জীবাণুমুক্ত না করে ব্যবহার করা থেকে বিরত থাকা।
  • আক্রান্ত পশুর মাংস ও দুধ খাওয়া থেকে বিরত থাকা।
  • মৃত পশুকে ভালোভাবে মাটির নিচে পুঁতে ফেলা।
  • আক্রান্ত হওয়ার আগেই মানুষ ও পশুকে এনথ্রাক্সের ভ্যাকসিন প্রদান করা।

আশা করি অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন