এখানে আপনাদের জন্য “ঝিলের শোভা মাঠের ফসল” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝিলের শোভা মাঠের ফসল - ইসলামী সঙ্গীত লিরিক্স
ঝিলের শোভা, মাঠের ফসল।
নদির কলতান
মায়ের আদর, বোনের সোহাগ
পাখির ঠোঁটের গানঃ
সবই তোমার দান-
মাওলা! সবই তোমার দান।।
ফুলের মত সোনার দেহ
দৃষ্টি দু’চোখের-
প্রানে প্রানে এত আশা
আবেগ হৃদয়ের,
ভালো মন্দ বিবেচনার
পরিপূর্ণ জ্ঞান-
সবই তোমার দান।।
দ্বীন দুনিয়ায় চলা পথের
মহান কান্ডারী
দিলে তুমি দয়া করে
পরম দিশারী
দ্বীনের নবী মোস্তফাকে
হয়ে মেহেরবান!
সবই তোমার দান।।
নদির কলতান
মায়ের আদর, বোনের সোহাগ
পাখির ঠোঁটের গানঃ
সবই তোমার দান-
মাওলা! সবই তোমার দান।।
ফুলের মত সোনার দেহ
দৃষ্টি দু’চোখের-
প্রানে প্রানে এত আশা
আবেগ হৃদয়ের,
ভালো মন্দ বিবেচনার
পরিপূর্ণ জ্ঞান-
সবই তোমার দান।।
দ্বীন দুনিয়ায় চলা পথের
মহান কান্ডারী
দিলে তুমি দয়া করে
পরম দিশারী
দ্বীনের নবী মোস্তফাকে
হয়ে মেহেরবান!
সবই তোমার দান।।
-আব্দুল হাই আল হাদী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স