এখানে আপনাদের জন্য “হাতে হাত রেখে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
হাতে হাত রেখে - ইসলামী সঙ্গীত লিরিক্স
হাতে হাত রেখে শপথ করে
এসো ইসলামেরই পথ ধরে যাই এগিয়ে
সংগীন উঁচু করে তৌহিদী সুরে
এসো পাল তুলে দেই ঝড়ো হাওয়ায়
তীরের খোঁজে।
সংগ্রামের পথ বড় বন্ধুর হবে
বড় দুর্গম হবে
তিমির আঁধার সে পথ ঢেকে নেবে
বাধার প্রাচির তমায় রুখতে চাবে
তরঙ্গের ত্রাস গ্রাস করতে চাবে
তোমায় ভড়কে দেবে
নিরাশার জাল হতাশ করতে চাবে
ইবলিস শয়তান তোমায় মন্ত্রনা দেবে
তবু সেদিনও ভাই দৃঢ় শপথ ভরে
নির্ভিক সৈনিক মোদের হতে হবে।
অনেক দুরের পথ যেতে হবে
ঈমানের রসদ সাথে নিতে হবে
কোরান বুকে নিয়ে হাদিস হাতে
আঁধারের পথ চিনে নিতে হবে।।
ঝড়ের আঘাত যদি আসে পথে
শিলা বৃষ্টির সাথে
দৃঢ় করে হাল ধরতে হবে
পথের নিশান ঠিক রাখতে হবে
দুঃখ জ্বালা আর আঁধার রাতি
সেতো পথের সাথী
ধৈর্যের প্রাচির তোমায় হতে হবে
ত্যাগের মহান আলো জ্বালতে হবে
এসো শপথ করি- আল্লাহর পথে জীবন দিতে হবে।।
-খন্দকার রাশিদুল হাসান-
এসো ইসলামেরই পথ ধরে যাই এগিয়ে
সংগীন উঁচু করে তৌহিদী সুরে
এসো পাল তুলে দেই ঝড়ো হাওয়ায়
তীরের খোঁজে।
সংগ্রামের পথ বড় বন্ধুর হবে
বড় দুর্গম হবে
তিমির আঁধার সে পথ ঢেকে নেবে
বাধার প্রাচির তমায় রুখতে চাবে
তরঙ্গের ত্রাস গ্রাস করতে চাবে
তোমায় ভড়কে দেবে
নিরাশার জাল হতাশ করতে চাবে
ইবলিস শয়তান তোমায় মন্ত্রনা দেবে
তবু সেদিনও ভাই দৃঢ় শপথ ভরে
নির্ভিক সৈনিক মোদের হতে হবে।
অনেক দুরের পথ যেতে হবে
ঈমানের রসদ সাথে নিতে হবে
কোরান বুকে নিয়ে হাদিস হাতে
আঁধারের পথ চিনে নিতে হবে।।
ঝড়ের আঘাত যদি আসে পথে
শিলা বৃষ্টির সাথে
দৃঢ় করে হাল ধরতে হবে
পথের নিশান ঠিক রাখতে হবে
দুঃখ জ্বালা আর আঁধার রাতি
সেতো পথের সাথী
ধৈর্যের প্রাচির তোমায় হতে হবে
ত্যাগের মহান আলো জ্বালতে হবে
এসো শপথ করি- আল্লাহর পথে জীবন দিতে হবে।।
-খন্দকার রাশিদুল হাসান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স