শহর থেকে একটু দূরে - লিরিক্স

এখানে আপনাদের জন্য “শহর থেকে একটু দূরে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

শহর থেকে একটু দূরে - লিরিক্স

শহর থেকে একটু দূরে - ইসলামী সঙ্গীত লিরিক্স

শহর থেকে একটু দূরে
সবুজ ঘেরা মাঠের শেষে
শাল পিয়ালের বন
তারই পাশে শুনতে পাবে
সরষে ক্ষেতে মৌমাছিদের
মধুর গুঞ্জরণ।
সেই তো আমার জন্মভুমি
ইচ্ছে হলে এসো তুমি
রইলো নিমন্ত্রন।

দেখবে সেথায় মাচার পরে
দোলে ঝিঙ্গে ফুল
লাউয়ের ডগায় গংগা ফড়িং
নাচে দোদুল দোলরে
নাচে দোদুল দোল।
কামিনী আর নেবু ফুলের
সুরভিতে হৃদয় ভোলেরে
সেথায় সারাক্ষন।।

শুনবে সেথায় ফিঙ্গে শ্যামার
মধুর মধুর গান
সকাল সাঁঝে রাখবে ভরে
তোমার সারা প্রান গো
তোমার সারা প্রান।
ঝিল্লি মেয়ের নুপুর শুনে
তন্দ্রা নামে দু’নয়নে
জড়ায় তনু মন।।

-সংকলিত-

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন