এখানে আপনাদের জন্য “ঘুমিয়ে আছ বুলবুলি গো” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঘুমিয়ে আছ বুলবুলি গো - ইসলামী সঙ্গীত লিরিক্স
ঘুমিয়ে আছ বুলবুলি গো
মদীনার গুলবাগে
না দেখা হে প্রিয় আমার
বুকে বেদন জাগে।।
ফুলের বুকে গন্ধ সম
তোমার স্মৃতি প্রিয়তম
ছড়িয়ে আছে বুকে মম
তারই দোলা লাগে।।
ছুরত তোমার দেখিনি হায়
ভাবি মনে মনে
কেমন ছিলে তার তুলনা
পাইনা ত্রিভুবনে!
চোখের পানির এই দরিয়ায়
কেঁদে কেঁদে খুঁজি তোমায়
কেন আমি জন্মিনি হায়
তোমার যাওয়ার আগে।।
-আজীজুর রহমান-
মদীনার গুলবাগে
না দেখা হে প্রিয় আমার
বুকে বেদন জাগে।।
ফুলের বুকে গন্ধ সম
তোমার স্মৃতি প্রিয়তম
ছড়িয়ে আছে বুকে মম
তারই দোলা লাগে।।
ছুরত তোমার দেখিনি হায়
ভাবি মনে মনে
কেমন ছিলে তার তুলনা
পাইনা ত্রিভুবনে!
চোখের পানির এই দরিয়ায়
কেঁদে কেঁদে খুঁজি তোমায়
কেন আমি জন্মিনি হায়
তোমার যাওয়ার আগে।।
-আজীজুর রহমান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স