অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? | অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্য- বিস্তারিত

অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্য:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্য বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্য

অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? 

যে কারেন্ট পরিবাহীর ভেতর দিয়ে চলার সময় মান ও দিক উভয়ই পরিবর্তিত হয়, তাকে অল্টারনেটিং কারেন্ট (Alternating current) বলে। একে সংক্ষেপে AC বলে।

অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্য

অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্যসমূহ নিচে দেয়া হলো—


(১) এর কোনো পজেটিভ ও নেগেটিভ তার নেই;

(২) এটির সাইকেল আছে;

(৩) এর ফেজ পার্থক্য আছে;

(৪) অল্টারনেটিং কারেন্ট সাইন তরঙ্গ উৎপন্ন করে থাকে;

(৫) এর মান ও ঠিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়।

অল্টারনেটিং কারেন্ট (AC) ও ডাইরেক্ট কারেন্ট (DC) এর মধ্যে পার্থক্য


অল্টারনেটিং কারেন্ট (AC) ও ডাইরেক্ট কারেন্ট (DC) এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো—


অল্টারনেটিং কারেন্ট

  • যে কারেন্টের মান ও দিক সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে সার্কিটে প্রবাহিত করানো যায় তাকে অল্টারনেটিং কারেন্ট বলে।
  • এসিতে সাইকেল বিদ্যমান।
  • এতে ট্রান্সফরমার ব্যবহার করা যায়।
  • এসিতে ফেজ পার্থক্য থাকে।

ডাইরেক্ট কারেন্ট

  • যে কারেন্টের মান ও দিক সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরিবর্তিত রেখে সার্কিটে প্রবাহিত করানো যায় তাকে ডাইরেক্ট কারেন্ট বলে।
  • ডিসিতে সাইকেল থাকে না।
  • এতে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না।
  • ডিসিতে ফেজ পার্থক্য থাকে না।

আশা করি অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্যএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন