এখানে আপনাদের জন্য “আল্লাহ আমার গুনের আঁধার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আল্লাহ আমার গুনের আঁধার - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল্লাহ আমার গুনের আধার
সুন্দর দয়াময়
তাঁহার নামে দূর হয়ে যায়
শংকা সংশয়।
আল্লাহ বলে পথ চলি তাই
দূরের ডাকে হারিয়ে যাই
বিপদ বাধায় মানিনা বারণ
তুচ্ছ করি ভয়।।
আল্লাহ আমার সহায় যাহার
সে মৃত্যু দলে যায়;
চির গহন আধাঁর রাতে
সে পথের দিশা পায়।
আল্লাহ নামে সকল দিশা
ঘুচায় মনের আধাঁর নিশা
জীবন আমার সকল কাজে
হবে মধুময়।
-ফজলে এ খোদা-
সুন্দর দয়াময়
তাঁহার নামে দূর হয়ে যায়
শংকা সংশয়।
আল্লাহ বলে পথ চলি তাই
দূরের ডাকে হারিয়ে যাই
বিপদ বাধায় মানিনা বারণ
তুচ্ছ করি ভয়।।
আল্লাহ আমার সহায় যাহার
সে মৃত্যু দলে যায়;
চির গহন আধাঁর রাতে
সে পথের দিশা পায়।
আল্লাহ নামে সকল দিশা
ঘুচায় মনের আধাঁর নিশা
জীবন আমার সকল কাজে
হবে মধুময়।
-ফজলে এ খোদা-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স