এখানে আপনাদের জন্য “আল্লাহ তুমি সৃষ্টিকারী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আল্লাহ তুমি সৃষ্টিকারী - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল্লাহ তুমি সৃষ্টিকারী
সকল জীবের লালঙ্কারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি।।
তোমার নামে পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ঐ তান
কোকিলের ঐ কুহু তান
সবই তোমার সৃশটি প্রভু
তুমি সবার পালনকারী।।
মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রূপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি।।
-হাসান আখতার-
সকল জীবের লালঙ্কারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি।।
তোমার নামে পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ঐ তান
কোকিলের ঐ কুহু তান
সবই তোমার সৃশটি প্রভু
তুমি সবার পালনকারী।।
মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রূপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি।।
-হাসান আখতার-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স