এখানে আপনাদের জন্য “ মাবুদ আমার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
মাবুদ আমার - ইসলামী সঙ্গীত লিরিক্স
মাবুদ আমার ইয়া এলাহি বিশ্ব- করতার।
রইলো মনে এই কামনা এক্চাই তব দিদার।।
কেন যে গো পাঠাইলে হায়
জিন্দেগী মর এই দুনিয়ায়
আমি ধান্দাবাজির অন্ধকারে বেহুঁশ বেকারার।।
তোমার আলো তোমার হাওয়া
তোমার আকাশ ভূমি
অসীম নীলের তুমি মালিক
হাজের নাজের তুমি।
তাই তুমি হে নিখিল স্বামী
দাও মোরে দিল মুক্তিকামী
সবার দুক্ষের দহন জ্বালা দাও ঘুচাতে ভার।।
রইলো মনে এই কামনা এক্চাই তব দিদার।।
কেন যে গো পাঠাইলে হায়
জিন্দেগী মর এই দুনিয়ায়
আমি ধান্দাবাজির অন্ধকারে বেহুঁশ বেকারার।।
তোমার আলো তোমার হাওয়া
তোমার আকাশ ভূমি
অসীম নীলের তুমি মালিক
হাজের নাজের তুমি।
তাই তুমি হে নিখিল স্বামী
দাও মোরে দিল মুক্তিকামী
সবার দুক্ষের দহন জ্বালা দাও ঘুচাতে ভার।।
-এম এ সোবহান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স