কোষচক্র কাকে বলে? | মিয়োসিস প্রয়োজন কেন?- বিস্তারিত

কোষচক্র কাকে বলে? মিয়োসিস প্রয়োজন কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা কোষচক্র কাকে বলে? মিয়োসিস প্রয়োজন কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কোষচক্র কাকে বলে? মিয়োসিস প্রয়োজন কেন?

কোষচক্র কাকে বলে? 

কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। কোষচক্র ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ নিয়ে গঠিত। ইন্টারফেজ হলো কোষ বিভাজন শুরু করার প্রস্তুতি পর্ব। আর মাইটোটিক ফেজে প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ ধাপগুলো ঘটে থাকে।

মিয়োসিস প্রয়োজন কেন?

প্রজাতির স্বকীয়তা রক্ষার জন্য মিয়োসিস বিভাজন প্রয়োজন। মিয়োসিস প্রক্রিয়ায় জননকোষ সৃষ্টি হয় এবং কোষে ক্রোমোজমের সংখ্যা ধ্রুব থাকে। এ ছাড়া জীবজগতে বৈচিত্র্য সৃষ্টির জন্য মিয়োসিস প্রয়োজন। ডিপ্লয়েড জীবে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই গ্যামেট সৃষ্টি হয়। আর গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে।


আশা করি কোষচক্র কাকে বলে? মিয়োসিস প্রয়োজন কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন