সেন্সর বলতে কী বোঝায়?- বিস্তারিত

সেন্সর বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সেন্সর বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সেন্সর বলতে কী বোঝায়?

সেন্সর বলতে কী বোঝায়?

সেন্সর (Sensor) বলতে এমন এক ধরনের ডিভাইসকে বোঝায়, যা কোন সংকেতকে চিহ্নিত বা সনাক্ত করে থাকে। অধিকাংশ সেন্সরই ইলেকট্রিক্যাল হয়ে থাকে। সেন্সরগুলো এক ধরনের ট্রান্সডিউসার। এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এদের মধ্যে রয়েছে লাইট সেন্সর, সাউন্ড সেন্সর, টেম্পারেচার সেন্সর, হিট সেন্সর, রেডিয়েশন সেন্সর, ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্স সেন্সর, ইলেকট্রিক্যাল ভোল্টেজ সেন্সর, গ্যাস ও লিক্যুইড ফ্লো সেন্সর, কেমিক্যাল সেন্সর, মেকানিক্যাল সেন্সর প্রভৃতি। কম্পিউটার তথা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সেন্সর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে উন্নত বিশ্বে এখন বিভিন্ন ধরনের সেন্সর ডিভাইস ব্যবহৃত হচ্ছে। সেন্সর অফিসের কর্মচারিদের আঙুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে তাদের অফিসে প্রবেশের সময় এবং অফিস থেকে বের হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারে। ফলে বর্তমানে প্রচলিত হাজিরা বই পদ্ধতির প্রয়োজন পড়ে না। বায়োমেট্রিক টাইম ক্লক সেন্সর সাধারণত কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হয়।

আশা করি সেন্সর বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন