আমাদের সামনে বাধার পাহাড় - লিরিক্স

এখানে আপনাদের জন্য “আমাদের সামনে বাধার পাহাড়” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

আমাদের সামনে বাধার পাহাড় - লিরিক্স

আমাদের সামনে বাধার পাহাড় - ইসলামী সঙ্গীত লিরিক্স

আমাদের সামনে বাধার পাহাড়
সাথে বহে টল মল রক্ত নদী
মঞ্জিল দূরে নয় দুঃসাহসে
কদম কদম পথ চলো যদি।।
সংগ্রাম মুখর এই জীবনে
শপথ তপ্ত করে আগুনে
ঈমানের জ্বালা মুখে ঝনঝা এনে
জেহাদের মাঠে চলো সূর্য সাথী।।
তাকবীর দিকে দিকে ছড়িয়ে
বজ্রবর্ম বুকে জড়িয়ে
জীবনের ঘাটে ঘাটে বহ্নি ঢেলে
জেহাদের মাঠে চলো জঙ্গী সাথী
-মতিউর রহমান মল্লিক-
১১১) রহমত বরকত মাগফিরাতে
রহমত বরকত মাগফিরাতের
এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্টার এযে
শ্রেষ্ঠ অবদান।।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লাহর ইশকের মজনু হতে
সুযগ সুমহান।।
রমজান হলো ঢালের মতো
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান।।
রমজান সে্তো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।।
যাকাত যেমন সব জিনিসের
রোজা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।।

-মতিউর রহমান মল্লিক-


আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন