এখানে আপনাদের জন্য “নও হেলাল আজ আল বেলালী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
নও হেলাল আজ আল বেলালী - ইসলামী সঙ্গীত লিরিক্স
নও হেলাল আজ আল বেলালী
আযান দিয়ে ফের কাবাতে,
নিদ্রা মগ্ন মুসলমানে
শামিল করো এক জামাতে।
হাবলুল্লাহকে ছেড়ে তারা,
ঘুমিয়ে আছে আত্নহারা
খোদার বান্দা হয়েও তারা
রইল পড়ে শূন্য হাতে।
ঘরে ঘরে উঠুক জ্বলে
আল কুরআনী নুরের বাতি,
ভায়ে ভায়ে হোক একতা
ঘুঁচুক তাদের আঁধার রাতি।
এক জামাতে শামিল করে
আল কুরআনের ঝান্ডা ধরে
ডাক দিয়ে যাও উচ্চ স্বরে
কুল আলমের ঘুম ভাঙ্গাতে।।
-জামেদ আলী-
আযান দিয়ে ফের কাবাতে,
নিদ্রা মগ্ন মুসলমানে
শামিল করো এক জামাতে।
হাবলুল্লাহকে ছেড়ে তারা,
ঘুমিয়ে আছে আত্নহারা
খোদার বান্দা হয়েও তারা
রইল পড়ে শূন্য হাতে।
ঘরে ঘরে উঠুক জ্বলে
আল কুরআনী নুরের বাতি,
ভায়ে ভায়ে হোক একতা
ঘুঁচুক তাদের আঁধার রাতি।
এক জামাতে শামিল করে
আল কুরআনের ঝান্ডা ধরে
ডাক দিয়ে যাও উচ্চ স্বরে
কুল আলমের ঘুম ভাঙ্গাতে।।
-জামেদ আলী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স