ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আধুনিক গান - লিরিক্স

এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আধুনিক গান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আধুনিক গান - লিরিক্স

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আধুনিক গান - ইসলামী সঙ্গীত লিরিক্স

আধুনিক গান
উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপোত উড়াই,
পান্ডুর চাঁদ ঠেলে
হীরকের উন্মুখ ঝিনুক কুড়াই।।
জীবনের চাষ করি দ্বিগুন তিগুন
ঘষে ঘষে নিশ্চই জ্বালাবো আগুন
নিয়তির বাঁধ ভেঙ্গে
নির্মম প্রহরের নিয়ম ঘুরাই।।
পাঁজরের ভাঁজে ভাঁজে
অগণন নক্ষত্র
সূর্যের সুসময়
দিয়ে গেল প্রোজ্জল লহুলাল পত্র
গাংচিল প্রয়াসের ধূসর ডানায়
পদাতিক ইচ্ছেরা দাঁড় টেনে যায়
সাগরিক হৃদয়ের
পংকোজ উৎসবে নগর জুড়াই।।

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন