এখানে আপনাদের জন্য “আমি ক্ষুদ্র তাই, বুঝিতে পারি না” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমি ক্ষুদ্র তাই, বুঝিতে পারি না - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমি ক্ষুদ্র তাই, বুঝিতে পারি না -
ওগো মহা মহীয়ান,
তুমি সব খানে বিরাজমান ।
পাহাড় সাগরে, নদীর কল্লোলে
ঝরণার নূপুরে, বাতাসের হিল্লোলে
কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে -
শুনি তোমার গুণগান ।
তুমি সব খানে বিরাজমান ।
গ্রহ রবি, তারকা পুন্জে
সোনা ফলা মাঠে, ঘন নিকুন্জে
ধূসর মরু তপ্ত বালুকায় -
দেখি সদা তোমার শান ।
তুমি সবখানে বিরাজমান ।
ওগো মহা মহীয়ান,
তুমি সব খানে বিরাজমান ।
পাহাড় সাগরে, নদীর কল্লোলে
ঝরণার নূপুরে, বাতাসের হিল্লোলে
কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে -
শুনি তোমার গুণগান ।
তুমি সব খানে বিরাজমান ।
গ্রহ রবি, তারকা পুন্জে
সোনা ফলা মাঠে, ঘন নিকুন্জে
ধূসর মরু তপ্ত বালুকায় -
দেখি সদা তোমার শান ।
তুমি সবখানে বিরাজমান ।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স